Image

ফিলিপাইনের অর্থনীতি বেড়েছে ৮.৩ শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিকে ফিলিপাইনের অর্থনীতি বেড়েছে আট দশমিক তিন শতাংশ। কারণ দেশটিতে এরই মধ্যে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে ভোক্তাদের চাহিদা বেড়েছে। এর আগে ওমিক্রনের ঢেউ দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এর আগের প্রান্তিকে দেশটির অর্থনীতি বাড়ে সাত দশমিক আট শতাংশ। তাছাড়া ২০২১ সালের প্রথম প্রান্তিকে অর্থনীতি তিন দশমিক আট শতাংশ সংকুচিত হয়।

একই রকম সংবাদসমূহ

ফিলিপাইনের অর্থনীতি বেড়েছে ৮.৩ শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিকে ফিলিপাইনের অর্থনীতি বেড়েছে আট দশমিক তিন শতাংশ। কারণ দেশটিতে এরই মধ্যে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে ভোক্তাদের চাহিদা বেড়েছে। এর আগে ওমিক্রনের ঢেউ দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এর আগের প্রান্তিকে দেশটির অর্থনীতি বাড়ে সাত দশমিক আট শতাংশ। তাছাড়া ২০২১ সালের প্রথ
1 সপ্তাহ আগে jagonews24.com

করোনা পরবর্তী সময়ে চীনের অর্থনীতি বেড়েছে ১৮.৩ শতাংশ

২০২১ সালের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় চীনের অর্থনীতি রেকর্ড ১৮.৩ শতাংশ বেড়েছে। ১৯৯২ সালে চীন জিডিপি’র হিসেব রাখা শুরু করার পর এটাই সবচেয়ে বেশি বৃদ্ধির রেকর্ড। রেকর্ড পরিমাণ বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার প্রকাশিত এই তথ্য প্রত্যাশার চেয়েও কম। অর্থনীতিবিদেরা জিডিপি ১৯ শতাংশ বৃদ্ধির আশা করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরা
1 বছর আগে banglatribune.com
ইউটিউব ভিডিও

ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি; তিন মাসে আমদানি বেড়েছে ৪৭ শতাংশ

6 মাস আগে Jamuna TV

ফিলিপাইনের প্রেসিডেন্টকে চীনের বশ্যতা পরিহারের আহ্বান

চীনা উপকূলরক্ষী বাহিনীর জাহাজ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে টহল দিয়ে যাচ্ছে। এ নিয়ে ফিলিপাইনের আইনপ্রণেতা এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা সে দেশের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের প্রতি আহ্বান জানিয়েছেন, বেইজিংয়ের অধীনে থাকার নীতি তিনি যেন পরিহার করেন।

চীনা জাহাজগুলো দক্ষিণ চীন সাগরে ম্যানিলার এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) থেকে সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোর সময়
1 বছর আগে kalerkantho.com

ফিলিপাইনের জাদুঘরে বঙ্গবন্ধু ও হোসে রিজালের প্রতিকৃতি

ফিলিপাইনের কালাম্বায় অবস্থিত হোসে রিজাল জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফিলিপিনো জাতীয় বীর ডা. হোসে রিজালের যৌথ কাঠের প্রতিকৃতি সংবলিত একটি শিল্পকর্ম উন্মোচন করা হয়েছে।

জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে এই শিল্পকর্মটি ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রিজাল জাদুঘরে উপহার হিসেবে প্রদান করা হয়।
1 বছর আগে jagonews24.com

বগুড়ায় চাষ হচ্ছে ফিলিপাইনের আখ 'ব্ল্যাক সুগার কেইন'

বগুড়ায় প্রথমবারের মতো ফিলিপাইনের আখ ব্ল্যাক সুগার কেইন চাষ শুরু হয়েছে। চাষের জমিতে ফিলিপাইনের আখ ব্ল্যাক সুগার কেইন
11 মাস আগে bd-pratidin.com

হয় টিকা নিতে হবে, না হলে জেলে ঢুকাবো: ফিলিপাইনের প্রেসিডেন্ট

করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানালে জেলে যেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। 
11 মাস আগে bd-pratidin.com
ইউটিউব ভিডিও

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন

11 মাস আগে Jamuna TV
ইউটিউব ভিডিও

প্যাসিগকে বাঁচাতে প্রাণপণ লড়ে যাচ্ছেন ফিলিপাইনের নদী যোদ্ধারা

10 মাস আগে Jamuna TV

ফিলিপাইনের ভিসায়াসে অনারারি কনসাল জেনারেল বি জি এসপেলেতা

ঢাকা: ফিলিপাইনের ভিসায়াস অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সেবু শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সেবু চেম্বার ও কমার্সের প্রাক্তন সভাপতি ভারহিলিও বি জি এসপেলেতা।

বৃহস্পতিবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
1 বছর আগে banglanews24.com

এ বিষয়ে নিয়ে আপনার মতামত জানাতে পারেন