Image

ফ্রি ট্রান্সফারে পিএসজিতে উইনালডাম

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে জর্জিনিও উইনালডামকে। ৩ বছরের চুক্তিতে এই ডাচ মিডফিল্ডারকে দলে নিয়েছে প্যারিসের ক্লাবটি।  তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। নিজেদের অফসিয়াল টুইটার অ্যাকাউন্টে ১৫ সেকেন্ডের এক ভিডিও দিয়ে উইনালডামকে স্বাগত জানায় ফরাসি

একই রকম সংবাদসমূহ

ফ্রি ট্রান্সফারে পিএসজিতে উইনালডাম

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে জর্জিনিও উইনালডামকে। ৩ বছরের চুক্তিতে এই ডাচ মিডফিল্ডারকে দলে নিয়েছে প্যারিসের ক্লাবটি।  তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। নিজেদের অফসিয়াল টুইটার অ্যাকাউন্টে ১৫ সেকেন্ডের এক ভিডিও দিয়ে উইনালডামকে স্বাগত জানায় ফরাসি
4 দিন আগে bd-pratidin.com

ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখে ওমর রিচার্ডস

ইংলিশ দ্বিতীয় বিভাগের ক্লাব রিডিং থেকে লেফট ব্যাক ওমর রিচার্ডসকে বিনা ফিতে দলভুক্ত করেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অনেক আগেই রিচার্ডস এর বায়ার্নে যোগদানের চুক্তি সম্পন্ন হলেও আজ বৃহস্পতিবার জার্মানির এই জায়ান্ট ক্লাব ট্রান্সফরাএর বিষয়টি নিশ্চিত করেছে। ২৩ বছর বয়সি রিচার্ডস চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে বায়ার্নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বায়
2 সপ্তাহ আগে kalerkantho.com

২০২৬ পর্যন্ত পিএসজিতে থাকছেন নেইমার

ব্রাজিলীয় তারকা নেইমারের পিএসজিতে থাকা না থাকা নিয়ে গুঞ্জন নতুন নয়। কদিন পরপর শোনা যায়, তিনি আবার পুরনো ক্লাব বার্সেলোনাতে যোগ দিচ্ছেন। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শনিবার পিএসজির সঙ্গে আরো চার বছরের চুক্তি করছেন নেইমার।

পিএসজির সঙ্গে নেইমারের বতর্মান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ পর্যন্ত নেইমার পিএসজিতে থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমা
1 মাস আগে kalerkantho.com

২০২৬ পর্যন্ত পিএসজিতে নেইমার: লেকিপ

থামছে না নেইমারের দলবদলের গুঞ্জন। প্রতিনিয়ত নতুন কোনও রসদ যোগ হয় তার ঠিকানা বদলের গুজবে। বিশ্ব মিডিয়া যেমন রসালো খবর ছাপে, তেমনি ফুটবলপ্রেমীদের আগ্রহের চূড়ায় থাকে ব্রাজিলিযান ফরোয়ার্ডের দলবদলের নাটক। তবে লেকিপ সব নাটকের ইতি টেনে দিচ্ছে। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিকের খবর, প্যারিস সেন্ত জার্মেইয়ে চুক্তি নবায়ন করেছেন নেইমার। নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন তিনি।
1 মাস আগে banglatribune.com

বার্সা নয়, লিভারপুল ছেড়ে পিএসজিতে গেলেন উইনালদাম

জিওর্জিনিও উইনালদামকে দলে ভেড়ানোর জন্য পিএসজির সঙ্গে জোর লড়াই চালিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত লিভারপুল ছেড়ে এই ডাচ মিডফিল্ডার পাড়ি জমালেন প্যারিসেই।

বৃহস্পতিবার বিনা ট্রান্সফার ফি’তে পিএসজির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন উইনালদাম। চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ধারণা করা হচ্ছে, টটেনহামের কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই উইনালদামের দিকে ন
4 দিন আগে banglanews24.com
ইউটিউব ভিডিও

এ বিষয়ে নিয়ে আপনার মতামত জানাতে পারেন