Image

আবারও বৃষ্টিতে খেলা বন্ধ, নেদারল্যান্ডস ৬৬/৬

বাংলাদেশ ইনিংসের সময় একবার বৃষ্টি এসেছিল। যদিও ৫ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু করা সম্ভব হয়। নেদারল্যান্ডস ইনিংসের সময় আবারও নামলো বৃষ্টি। তবে এবার হোবার্টের আকাশের যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে বৃষ্টি কখন বন্ধ হয়, কখন খেলা শুরু হয়, তা বলা মুস্কিল।

বৃষ্টি বন্ধ হওয়ার আগে ডাচদের ৬ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম দুই বলেই জোড়া উইকেট নেন তাসকিন। পরের দুই উইকেট হন রানআউট। ১২তম ওভারের তৃতীয় বলে পঞ্চম উইকেট পড়ে নেদারল্যান্ডসের। সাকিবের বলে স্কট এডওয়ার্ডস থার্ডম্যানে ক্যাচ দেন হাসান মাহমুদের হাতে। এডওয়ার্ডস ২৪ বলে ১৬ রান করে যান।

একই রকম সংবাদসমূহ

আবারও বৃষ্টিতে খেলা বন্ধ, নেদারল্যান্ডস ৬৬/৬

বাংলাদেশ ইনিংসের সময় একবার বৃষ্টি এসেছিল। যদিও ৫ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু করা সম্ভব হয়। নেদারল্যান্ডস ইনিংসের সময় আবারও নামলো বৃষ্টি। তবে এবার হোবার্টের আকাশের যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে বৃষ্টি কখন বন্ধ হয়, কখন খেলা শুরু হয়, তা বলা মুস্কিল।

বৃষ্টি বন্ধ হওয়ার আগে ডাচদের ৬ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম দুই বলেই জোড়া উইকেট নেন তাসকিন। পরের দুই উই
4 মাস আগে jagonews24.com

শেষ মুহূর্তে বৃষ্টিতে আবারও খেলা বন্ধ

বাংলাদেশের জয়ের মাঝে ব্যবধান আর মাত্র একটি উইকেট। মেহেদী হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান যেভাবে বোলিং করছিলেন, তাতে দ্রুতই জয় এসে যাওয়ার কথা। কিন্তু বিধিবাম। আবারও বৃষ্টি নামলো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। যার ফলে শেষ মুহূর্তে বন্ধ রয়েছে খেলা।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬। ৪ রান নিয়ে ইসুরু উদানা এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন দুশমন্তে চামিরা। জয়ের জ
1 বছর আগে jagonews24.com

বৃষ্টিতে খেলা বন্ধ

মুশফিকুর রহীমের দৃঢ়তায় লঙ্কান বোলারদের বেশ ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু ৪১ ওভারের খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। খেলা বন্ধ হওয়ার আগের বাংলাদেশের রান ছিল ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৭।

বিস্তারিত আসছে....
1 বছর আগে jagonews24.com

জয়ের ঝড়ের পর বিকেএসপিতেও বৃষ্টিতে খেলা বন্ধ

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ওল্ডডিওএইচএসের হয়ে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলে দিয়েছিলেন। কিন্তু তার ব্যাটের ঝড় শেষ হতে না হতেই খেলা থামিয়ে দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হওয়া ব্রাদার্স ইউনিয়ন এবং প্রাইম দোলেশ্বর।

ঢাকা প্রিমিয়ার লিগের উদ
1 বছর আগে jagonews24.com

ভারতের ৪ উইকেট পড়ার পরই বৃষ্টিতে খেলা বন্ধ

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ভারতের পেসারদের সামনে খেই হারিয়ে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। পেসারদের তোপে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। জো রুট যদি ৬৪ রান না করতো তাহলে তো আরও কঠিন অবস্থা হতো। প্রথম দিন শেষ বিকেলে ২১ রান করেছে ভারত। কোনো উইকেট হারায়নি।

দ্বিতীয় দিন শুরু করার পর দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা মিলে বেশ দৃঢ়তারই পরিচয় দেন। ৯৭ রানের জুটি গড়েই তার
1 বছর আগে jagonews24.com

বৃষ্টিতে বন্ধ হলো খেলা

সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আলোক স্বল্পতার কারণে সকাল সাড়ে ১০টা থেকেই খেলা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়। মধ্যাহ্ন বিরতির পর ঘণ্টাখানেক খেলা হয়েছে। তারপর মিরপুর শেরে বাংলায় নেমে এলো বৃষ্টি। পিচ কাভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে। ক্রিকেটার এবং আম্পায়ারেরা মাঠ ত্যাগ করেছেন। খেলা বন্ধের আগে ৪৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১২৩ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে নতুন বলে শুরু করেন
1 বছর আগে kalerkantho.com

হঠাৎ বৃষ্টিতে বন্ধ খেলা

সকাল থেকে হালকা মেঘ ছিল পোস্ট এলিজাবেথের আকাশে। তবে বর্ষণের কোনো পূর্বাভাস ছিল না। অথচ কথা নেই, বার্তা নেই, হুট করেই ঝুম বৃষ্টি নামলো। হঠাৎ জমাট বাঁধা মেঘ থেকে সৃষ্ট এই বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে। পিচ ঢেকে রাখা হয়েছে কভারে এবং খেলোয়াড়রা ফিরে গেছেন ড্রেসিংরুমে।  

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি প্রায় বন্ধ হওয়ার পথে এবং কভারও সরিয়ে নেওয়া হচ্ছে। খুব শিগগিরই খেলা শুরু হ
11 মাস আগে banglanews24.com

বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, বৃষ্টিতে বন্ধ খেলা

১৫ মে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে দিমুথ করুনারত্নের দল।

সকালে শুরু হওয়া এই ম্যাচে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেয়েছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক।
10 মাস আগে jagonews24.com

২৩ রানে ২ উইকেট নিলো টাইগাররা, বৃষ্টিতে বন্ধ খেলা

সেন্ট লুসিয়া টেস্টে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছেন বাংলাদেশি বোলাররা। সকাল সকালই তারা তুলে নিয়েছেন ২টি উইকেট, ক্যারিবীয়দের বোর্ডে আর ২৩ রান যোগ হতেই।

ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৩৭৬ রান তোলার পর হঠাৎ হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা। ক্যারিবীয়দের লিড এখন পর্যন্ত ১৪২ রানের।
8 মাস আগে jagonews24.com

ঝড় তুলে ফিরলেন সাকিব, বৃষ্টিতে বন্ধ খেলা

তার ব্যাটেই ছিল টি-টোয়েন্টির আমেজ। শুরু থেকেই মারকুটে ভূমিকায় ছিলেন সাকিব আল হাসান। ফলে পাওয়ার প্লেতে ভালো একটা সংগ্রহও পায় বাংলাদেশ।

তবে সাকিবের এই ঝড়ো ইনিংস থেমেছে ২৯ রানেই। ১৫ বলে ২টি করে চার-ছক্কায় মারকুটে এই ইনিংস খেলে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন স্পিনার হেইডেন ওয়ালশের শিকার, ড্রাইভ খেলতে গিয়ে ধরা পড়েছেন উইকেটরক্ষকের হাতে।
8 মাস আগে jagonews24.com

এ বিষয়ে নিয়ে আপনার মতামত জানাতে পারেন